মনোগ্রামের বাহির ভাগে বৃত্তাকৃতির সবুজ রংয়ের বেস্টনি দেওয়া হয়েছে যেহেতু আমাদের পতাকার রং সবুজ সে জন্য এর ভিতর অনুরুপ আরেক টি অপেক্ষাকৃত ছোট বৃত্ত দেওয়া হয়েছে । আর এর ভিতর উপরের দিকে বিদ্যালয়ের নাম “ধানঘরা উচ্চ বিদ্যালয়” দেওয়া হয়েছে এবং নিচের দিকে ঠিকানা “রায়গঞ্জ, সিরাজগঞ্জ” দেওয়া হয়েছে এর মাঝে দুপাশে পাঁচটি করে (জাতীয় পতাকার ভিতরের লাল রংয়ের কথা চিন্তাকরে) লাল রংয়ের তারকা দেওয়া হয়েছে। এ পাঁচটি তারকা দ্বারা সর্বোচ্চ সুযোগ ও সুবিধাকে বোঝানো হয়েছে। এর ভিতরে অপেক্ষাকৃত ছোট বৃত্তের ভিতরে বিদ্যালয়ের নীতিবাক্য “ জ্ঞানই শক্তি ” লেখা হয়েছে ও দুপাশে বিদ্যালয় প্রতিষ্ঠাকাল “স্থাপিত ১৯৫০ খ্রি.” উল্লেখ করা হয়েছে। এর ভেতর আমাদের সবুজ শ্যামল প্রান্তর এর ভিতর দুহাতের ভিতরে বই, কলম ও মোম বাতির মনোগ্রাম ব্যবহার করা হয়েছে যা সবুজ শ্যামল এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে । এবং উপরে বাম পাশে বিদ্যালয়ের ইংরেজি নামের সংক্ষিপ্ত “DHS” রুপ কে নির্দেশ করে আর ডান পাশে বৈজ্ঞানিক কিছু সরঞ্জাম এর মাধ্যমে বিজ্ঞান সম্মত লেখা-পড়া ও বিদ্যালয় থেকে লব্ধ জ্ঞানের শক্তিতে মেঘলা আকাশ বা পৃথিবীকে সম্পূর্ণ আকাশি রং-এ রূপান্তরিত হয় আর এ কারণে সবুজ প্রান্তরের উপরে দুধরণের আকাশি রংয়ের মাধ্যমে দুধরণের আকাশকে বোঝানো হয়েছে।