নাম | সোনাতন কুমার |
---|---|
পদবি | প্রধান শিক্ষক |
ঠিকানা | আমডাংগা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। |
অত্র বিদ্যালয়ে যোগদানের তারিখ | ২০/০৫/২০২৪ ২৫/০৩/২০১৯ |
মোবাইল নং | ০১৭৪০৩৭১৮১৮ |
ইমেইল | headmaster@dhangharahs.edu.bd |
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী-
ধানঘরা উচ্চ বিদ্যালয়টি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি বহুবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাগণ ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, বেঞ্চ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান করে প্রতিষ্ঠানের অগ্রগতিকে তরান্বিত করেন। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মহোদয়ের প্রত্যেক্ষ দিকনির্দেশনায় এবং প্রতিষ্ঠানের নিষ্ঠাবান শিক্ষকদের তত্ত্ববধানে প্রতিষ্ঠানটি অধিকতর সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। তথ্য-প্রযুক্তির যুগে প্রযুক্তি শিক্ষা বাস্তবায়নে প্রতিষ্ঠানের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, একটি ডাইনামিক ওয়েবসাইট চালু, ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
ধানঘরা উচ্চ বিদ্যালয়ে একটি ডাইনামিক ওয়েব সাইট চালু করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও নাগরিক সেবা সহজতর হবে এবং যে কেউ প্রতিষ্ঠানের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা।
ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনায় আমি বদ্ধপরিকর। আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
প্রধান শিক্ষক
ধানঘরা উচ্চ বিদ্যালয়
ধানঘরা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।